দখলকৃত কাশ্মীরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর গুলিতে উপত্যকাটির পাঁচজন স্বাধীনতাকামী যোদ্ধা নিহত হয়েছে।
মঙ্গলবার (১২ অক্টোবর) কাশ্মীরের দক্ষিণ শোপিয়ান জেলার ইমামসাহাব এলাকায় ও শোপিয়ানের ফেরিপোরা গ্রামে পৃথক দুইটি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর পুলিশের তথ্যমতে, ভারতীয় নিরাপত্তা বাহিনীর অভিযান শুরু হওয়ার পর কাশ্মীরের দক্ষিণ শোপিয়ান জেলার ইমামসাহাব এলাকায় প্রথম সংঘর্ষের ঘটনা ঘটে। প্রথমে পুলিশ জায়গাটি ঘিরে রাখে এবং স্বাধীনতাকামীদের আত্মসমর্পণ করতে বলে। কিন্তু যোদ্ধারা আত্মসমর্পণে অস্বীকৃতি জানালে দু’পক্ষের মধ্যে গুলিবিনিময় শুরু হয়। এতে মঙ্গলবার সকালের দিকে তিনজন স্বাধীনতাকামী যোদ্ধা নিহত হন।
একই দিনে আরও একটি সংঘর্ষে শোপিয়ানের ফেরিপোরা গ্রামের একটি আপেল বাগানের মধ্যে দু’পক্ষের সংঘর্ষে অন্তত দুই সন্দেহভাজন স্বাধীনতাকামী যোদ্ধা নিহত হয়।











