সোমবার | ২৬ জানুয়ারি | ২০২৬
spot_img

নির্বাচনের আগে বিদেশি দূতাবাসের সঙ্গে বৈঠকের হিড়িক : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতি রেজাউল করীম বলেছেন, এখন যারা বিভিন্ন জোটবদ্ধ হয়ে ভোট চাইছে তারা অতীতেও দেশ পরিচালনা করেছে। একই দল বা জোট আগের আইনেই দেশ চালিয়ে নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছে। তিনি বলেন, ৫৪ বছরের প্রমাণিত ব্যর্থ দল ও নীতির কাছে নতুন করে প্রত্যাশা করার কিছু নেই। তাদের কাছে সুশাসন, উন্নয়ন ও সমৃদ্ধি আশা করা বোকামি হবে। জুলাই অভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশ নির্মাণের সুযোগ এসেছে উল্লেখ করে তিনি নতুন নীতি, নয়া বন্দোবস্ত ও নতুন নেতৃত্বে দেশ গড়ার কথা বলেন। পাশাপাশি হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান তিনি।

আজ (২৬ জানুয়ারি) সোমবার দুপুরে শেরপুর তিন আসনের শ্রীবরদী ঝিনাইগাতী এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা আবু তালেব মুহাম্মাদ সাইফুদ্দিনের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, এখন যারা জোটবদ্ধ হয়ে ভোট চাইছে তারা আগেও দেশ পরিচালনা করেছে। একই দল বা জোট আগের আইনেই দেশ চালিয়ে আবারও উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছে। তিনি বলেন, ৫৪ বছরের প্রমাণিত ব্যর্থ দল ও নীতির কাছে নতুন করে প্রত্যাশা করার কিছু নেই। তাদের কাছে সুশাসন, উন্নয়ন ও সমৃদ্ধি আশা করা বোকামি হবে।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশ নির্মাণের সুযোগ এসেছে। নতুন নীতি, নয়া বন্দোবস্ত ও নতুন নেতৃত্বে দেশ গড়তে হবে। তাই তিনি হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান। তিনি বলেন, নীতি হিসেবে হাজার বছরের প্রমাণিত ও সফল ইসলামের আলোকে সবাই মিলে দেশ গড়ে তুলবো। দুর্নীতি দূর করবো, সন্ত্রাস দূর করবো। সুশাসন প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ।

নির্বাচনের আগে বিদেশি প্রভাব বিস্তারের সমালোচনা করে চরমোনাই পীর বলেন, নির্বাচনের আগে বিদেশি দূতাবাসের সাথে বৈঠকের হিড়িক পড়ে। এরমধ্যে কোন কোন বৈঠক গোপনেও হয়। তিনি বলেন, ভারত আমেরিকার সাথে গোপন বৈঠক কেন, এ বিষয়ে স্পষ্ট জবাব থাকা দরকার।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর উপস্থিত জনতার প্রতি আহবান রেখে বলেন, যারা দেশকে ভালোবাসেন তারা হাতপাখা প্রতীকে ভোট দিন। যারা দেশের ক্ষমতা দেশেই রাখতে চান, যারা টাকা পাচার রোধ করতে চান, যারা জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চান তারা হাতপাখায় ভোট দিন। তিনি বলেন, ইনশাআল্লাহ আমাদের অর্ধ শতাব্দির পুরোনো স্বপ্ন বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ।

জনসভায় বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল করীম আকরাম এবং ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সভাপতি হোসাইন আহমদসহ অন্যান্যরা।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ