শুক্রবার, মে ৯, ২০২৫

১৯১৭ সালে ইসরাইল সৃষ্টির উদ্যোগ নেওয়ায় ব্রিটেনের বিরুদ্ধে মামলা করেছে ফিলিস্তিন

spot_imgspot_img

১৯১৭ সালে বেলফোর ঘোষণার মাধ্যমে ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল সৃষ্টি করার উদ্যোগ নেওয়ায় ব্রিটেনের বিরুদ্ধে মামলা করেছে ফিলিস্তিন।

গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) ফিলিস্তিনের পশ্চিম তীরের নাবলুস শহরের ফিলিস্তিনী আইনজীবীরা এ উদ্যোগ নেন।

তারা বলেছেন, ব্রিটেনের পক্ষ থেকে বেলফোর ঘোষণার মাধ্যমে ইহুদীবাদী ইসরাইল সৃষ্টির উদ্যোগ নেওয়ার কারণেই আজ ফিলিস্তিনিদের এই দুর্ভোগ পোহাতে হচ্ছে।

আইনজীবীরা বলছেন, বেলফোর ঘোষণা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি শুধু কোনো ঘোষণা ছিল না বরং ইহুদীবাদী ইসরাইল রাষ্ট্র সৃষ্টি সার্টিফিকেট ছিল যারা অন্যায় এবং অবিচারকে অবলম্বন করে এ পর্যন্ত এসেছে।

ফিলিস্তিনের আইনজীবীরা বলেন, বেলফোর ঘোষণা ছিল মূলত ইহুদীবাদীদের সঙ্গে মিলে ব্রিটিশদের কুটকৌশল বাস্তবায়নের পরিকল্পনা যার মাধ্যমে শতকরা ৯৩ ভাগ ফিলিস্তিনি মুসলমানের অধিকারকে উপেক্ষা করা হয়েছে। যে সময় ইসরাইল সৃষ্টি করা হয় তখন ফিলিস্তিনি ভূখণ্ডে মাত্র সাত ভাগ ইহুদীর বসবাস ছিল।

মামলার আইনজীবীরা আরো বলেছেন, ব্রিটিশের কারণেই ফিলিস্তিনিদের এই দুর্ভোগ সৃষ্টি হয়েছে এবং ইহুদীবাদী ইসরাইল প্রতিদিন মানবাধিকার লঙ্ঘন ও বর্বরতা চালানোর সুযোগ পেয়েছে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img