শুক্রবার, মে ৯, ২০২৫

পাকিস্তানের একটি মাদরাসায় ভয়াবহ বিস্ফোরণ; নিহত ৭, আহত ১১০

spot_imgspot_img

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পেশোয়ারের একটি মাদরাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিক্ষক-শিক্ষার্থীসহ ৭ জন নিহত হয়েছেন। এসময় অন্তত ১১০ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে পেশাওয়ারের দির কলোনির কাছে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দেশটির সংবাদমাধ্যম ডন এর খবরে বলা হয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, পেশোয়ারের দির কলোনির মাদরাসায় প্রতিদিনের মতো আজ সকালেও কুরাআনের ক্লাস চলছিল। এসময় বিস্ফোরণে শিক্ষক-শিক্ষার্থীসহ ৭ জন নিহত হন। এছাড়া ১১০ জন আহত হন।

জানা গেছে, এলাকায় একটি পরিত্যক্ত ব্যাগে কিছু বিস্ফোরক ছিল। আর সেই বিস্ফোরক থেকেই এই ঘটনা ঘটেছে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img