বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

কাশ্মীরে রাজ্যের মর্যাদা ফিরে দেওয়ার ঘোষণা দিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

২০১৯ সালের আগস্টে ভারতের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ থেকে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকার। এরপর থেকে উপত্যকাটির স্বাধীনতাকামী যোদ্ধাদের সাথে দখলদার ভারতের নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষ লেগেই আছে। তবে এবার কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরে দেওয়ার ঘোষণা দিলেন ভারতের বিজেপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

শনিবার (২৩ অক্টোবর) বিশেষ মর্যাদা বাতিল করার পর প্রথমবার কাশ্মীর সফরে গিয়ে তিনি এ প্রতিশ্রুতি দেন।

কাশ্মীরের মর্যাদা ফিরে দেওয়ার ঘোষণা দিলেও এখনই দিবে না বলে জানান অমিত। আগামী নির্বাচনের পর এ মর্যাদা ফিরে পেতে পারে।

জানা যায়, তিন দিনের সফরে শনিবার সকালে কাশ্মীর পৌঁছান ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। শ্রীনগর বিমানবন্দরে তাকে স্বাগত জানান উপ-রাজ্যপাল মনোজ সিনহা।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img