বৃহস্পতিবার | ২৯ জানুয়ারি | ২০২৬
spot_img

পাকিস্তানের জয়ে উল্লাস : ভারতে ৩ কাশ্মীরি শিক্ষার্থীকে কলেজ থেকে বহিষ্কার

গত রোববার ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ঐতিহাসিক জয় উদযাপন করায় ভারতের উত্তর প্রদেশের আগ্রা থেকে কাশ্মীরের ৩ শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে তাদেরকে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, আগ্রার ‘রাজা বলবন্ত সিং কলেজ’র প্রকৌশলবিদ্যার ওই ৩ শিক্ষার্থীর বিরুদ্ধে সাইবার ক্রাইম এবং ধর্মের নামে বিদ্বেষ প্রচারের অভিযোগ আনা হয়েছে।

এদিকে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কার্যালয় থেকে টুইটারের মাধ্যমে জানানো হয়েছে, এই ঘটনাকে ‘রাষ্ট্রদ্রোহিতা’ হিসেবে বিবেচনা করা হবে।

এছাড়াও একই কারণে উত্তর প্রদেশের বাড়েলি থেকে আরও ৩ জন এবং লখনৌ থেকে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ