মঙ্গলবার | ৪ নভেম্বর | ২০২৫

নারীদের নিরাপত্তায় শীর্ষে আরব আমিরাত

নারীদের জন্য বৈষম্যতা এবং নিরাপদ পরিবেশ নিয়ে যখন বিশ্বব্যাপী প্রশ্ন উঠছে, ঠিক এমন সময় আমেরিকার জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের অধীন ইন্সটিটিউট ফর উইম্যান, পিস অ্যান্ড সিকিউরিটির পরিচালিত ‘উইম্যান, পিস অ্যান্ড সিকিউরিটি ইনডেক্স ২০২১’ শীর্ষক জরিপের প্রতিবেদনে জানানো হয়েছে এক আশাজাগানীয়া তথ্য।

প্রতিবেদনে জানানো হয়েছে, নারীদের জন্য নিরাপদতম দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাত।

প্রতিবেদনে আরও জানানো হয়, সংযুক্ত আরব আমিরাত থেকে জরিপে অংশ নেয়া ১৫ বছর বা তার বেশী বয়সী নারীদের মধ্যে ৯৮.৫ ভাগই জবাব দিয়েছেন, তারা ‘রাতেও শহরে বা তাদের বসবাসের এলাকায় একাকী চলায় নিরাপদ বোধ করেন।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img