শনিবার | ১ নভেম্বর | ২০২৫

কংগ্রেস নেতা সালমান খুরশিদের বাসায় আগুন ধরিয়ে দিল হিন্দুত্ববাদীরা

‘অযোধ্যা’ নিয়ে বই প্রকাশ করায় ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সিনিয়র নেতা ও সাবেক কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদের নৈনিতালের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী ওই হামলায় জড়িত বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে।

সোমবার (১৫ নভেম্বর) দুপুর ২ টার দিকে এ ঘটনা ঘটেছে বলে ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে জানানো হয়েছে।

হিন্দি গণমাধ্যম ‘অমর উজালা’ জানিয়েছে, পুলিশের এক কর্মকর্তা বলেন, সালমান খুরশিদের বাসায় ‘বজরং দল’-এর ২০ জনের বেশি কর্মীর বিরুদ্ধে ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। কেয়ারটেকারের অভিযোগের ভিত্তিতে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সালমান খুরশিদের কেয়ারটেকার সুন্দর রাম জানান, সোমবার দুপুর ২টার দিকে ২০ জনের বেশি লোক এসে বাড়িতে ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। একই সময়ে, তারা তাঁর পরিবারের সাথে অভদ্র আচরণ করে।

স্থানীয় লোকজনের মতে, এলাকায় গুলিও চালানো হয়েছে, যার কারণে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এই বিষয়ে পুলিশের ডিজিআই (কুমাওন) নীলেশ আনন্দ বলেন, রাকেশ কপিল এবং আরও ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কংগ্রেস নেতা সালমান খুরশিদ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নৈনিতালের বাড়িতে আগুন ও ভাঙা জানালার ছবি শেয়ার করেছেন। আগুন অবশ্য সঙ্গে সঙ্গে নিভিয়ে ফেলা হয়। সালমান খুরশিদের বইতে হিন্দুত্বকে ‘কট্টরপন্থী’ ইসলামিক গোষ্ঠীর সঙ্গে তুলনা করা হয়েছে বলে অভিযোগ।

সালমান খুরশিদের বিরুদ্ধে অভিযোগ, তিনি তাঁর ‘সানরাইজ় ওভার অযোধ্যা’ বইয়ে সনাতন হিন্দুধর্ম ও বিজেপি-আরএসএসের হিন্দুত্বের পার্থক্য করতে গিয়ে লিখেছেন, ‘এ দেশের সাধু-সন্তরা যে সনাতন হিন্দুধর্মে আস্থা রাখতেন, তাকে এক পেশিবহুল হিন্দুত্ব ঠেলে সরিয়ে দিচ্ছে, যা সব মাপকঠিতেই আইএসআইএস ও ‘বোকো হারামের’ জেহাদি ইসলামের রাজনৈতিক রূপ।’

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img