বৃহস্পতিবার | ১৩ নভেম্বর | ২০২৫

মহামারি শুরুর পর এই প্রথম করোনায় মৃত্যুশূন্য দিন পার করল বাংলাদেশ

করোনাভাইরাসের প্রাণহানি শুরু হওয়ার পর এই প্রথম গত ২৪ ঘন্টায় ভাইরাসটিতে দেশে কোন মৃত্যু হয়নি। এর ফলে দেশে করোনায় মৃতের মোট সংখ্যা ২৭ হাজার ৯৪৬ অপরিবর্তিত থাকল।

শনিবার (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে নতুনকরে শনাক্ত হয়েছে ১৭৮ জনের। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৩ হাজার ৮৮৯ জনে।

একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৮ হাজার ৬ জন।

জানা যায়, গত ২৪ ঘন্টায় ১৪ হাজার ৮৯১ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৫ হাজার ১০৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১৮ শতাংশ।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img