মঙ্গলবার | ১ জুলাই | ২০২৫

‘প্রজাতন্ত্রেরজনগণের ট্যাক্সের টাকায় প্রতিপালিত কর্মচারীরা অশোভন আচরণ করতে পারেন না’

spot_imgspot_img

তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, জনগণের ট্যাক্সের টাকায় প্রতিপালিত হয় প্রজাতন্ত্রের কর্মচারীরা। সেজন্য সাধারণ জনগণসহ সবার সঙ্গেই তাদের ভাষা ও ব্যবহারে মার্জিত, শোভন ও শালীন বোধ থাকা বাঞ্ছনীয়। সেবা দেয়া ছাড়া তারা কারো সঙ্গেই কোনো অশোভন আচরণ করার অধিকার রাখেন না। এটা আমার কথা নয়, বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা।

রবিবার (৪ ডিসেম্বর) জামালপুর সার্কিট হাউজে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দীন আহমেদের অপসারণের দাবিতে দুপুরে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে জেলার কর্মরত সাংবাদিকরা। জেলার কর্মরত সাংবাদিকরা প্রথমে প্রধানমন্ত্রী বরাবর ওই স্মারকলিপি প্রদান করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের কাছে। পরে জেলার কর্মরত সাংবাদিকরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ও জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সমাবেশ করেন।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img