দাওয়াতে তাবলীগ নিয়ে সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয় কতৃক প্রজ্ঞাপনের ব্যাপারে পাকিস্তানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত নাওয়াফ বিন সৌদ আল মালেকির সাথে সাক্ষাত করেছেন মুসলিম বিশ্বের অন্যতম প্রধান আলেম ও পাকিস্তানের সাবেক বিচারপতি আল্লামা মুফতী ত্বকী উসমানি।
দাওয়াতে তাবলীগের ব্যাপারে সৌদি সরকারের এমন অযৌক্তিক প্রজ্ঞাপনের প্রতিবাদ জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন বিশ্ব নন্দিত এই আলেম।
শনিবার (১৮ ডিসেম্বর) পাকিস্তানে সৌদি দূতাবাসে এই সাক্ষাত অনুষ্ঠিত হয়।
এ সময়, সৌদি রাষ্ট্রদূত নাওয়াফ বিন সৌদ আল মালেকির সাথে দাওয়াতে তাবলীগের গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন মুফতী ত্বকী উসমানী।
আল্লামা ত্বকী উসমানী বলেন, তাবলীগ জামাত দ্বারা সমগ্র দুনয়াব্যাপী ইসলামের ফরয দায়িত্ব পালন হচ্ছে। মুসলমানদের মারকাজ এবং কেবলা থেকে তাবলীগ জামাত সম্পর্কে এমন বক্তব্য হতাশাজনক।
এসময় সৌদি রাষ্ট্রদূতকে তাবলীগের মার্কাজে আমন্ত্রণ জানানো হয়।