সোমবার | ২০ অক্টোবর | ২০২৫

চীনের কাছ থেকে ২৫টি যুদ্ধবিমান কিনল পাকিস্তান

বিমান বাহিনীর শক্তিকে আরও বৃদ্ধি করতে চীন থেকে জে-১০সি ব্রান্ডের ২৫টি যুদ্ধবিমান কিনলো পাকিস্তান। আগামী বছর ২৩শে মার্চ পাকিস্তান দিবসের অনুষ্ঠানে বিমানবাহিনীতে যুক্ত হবে এসব যুদ্ধবিমান।

বুধবার (২৯ ডিসেম্বর) পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ এই তথ্য জানিয়েছে।

তিনি বলেছেন, ভারত কিনেছে রাফালে যুদ্ধবিমান। এর জবাবে বহু ভূমিকায় ব্যবহার করা যায় চীনে তৈরি এমন ২৫টি জে-১০সি যুদ্ধবিমানের একটি পুরো স্কোয়াড্রন অর্জন করেছে পাকিস্তান।

রাওয়ালপিন্ডিতে সাংবাদিকদের শেখ রশিদ আরও বলেছেন, দৃশ্যত, জে-১০সি সরবরাহ দিয়ে ঘনিষ্ঠ বন্ধু পাকিস্তানের পাশে দাঁড়াচ্ছে চীন। এই যুদ্ধবিমানকে তাদের সবচেয়ে সক্ষম যুদ্ধবিমান বলে মনে করা হয়।

তিনি বলেন, প্রথমবারের মতো ২৩শে মার্চের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন ভিআইপি অতিথিরা। এদিন ফ্লাই-পাস্ট করবে জেএস-১০ যুদ্ধবিমান। রাফালে’র জবাবে চীনের তৈরি জেএস-১০ যুদ্ধবিমান নিয়ে ফ্লাইপাস্ট করবে পাকিস্তান বিমান বাহিনী।

সূত্র : দ্য ওয়াল।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img