গত ২৪ ঘণ্টায় সারাদেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৩ হাজার ১৫৪ জন।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, দেশে এখন পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়ে মোট ২৮ হাজার ৪২৫ জনের মৃত্যু হলো। আর এখন পর্যন্ত করোনাতে মোট শনাক্ত হলেন ১৮ লাখ ১১ হাজার ৯৮৭ জন।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন দুই হাজার ৭২১ জন। তাদের নিয়ে করোনাতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হলেন ১৫ লাখ ৭০ হাজার ৯৩৪ জন।