বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

মুশতাকের মৃত্যুর প্রতিবাদে ছাত্রজোটের বিক্ষোভ: পুলিশের বাধা

লেখক মুশতাকের মৃত্যুর বিচারসহ তিন দফা দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়েছেন প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা।

কর্মসূচির অংশ হিসেবে জোটের নেতাকর্মীরা বেলা ১২টার পর মিছিল নিয়ে সচিবালয়ের দিকে রওনা হলে হাইকোর্ট মোড় পার হয়ে পুলিশি বাধার মুখে পড়ে। এ অবস্থায় সেখানেই অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা।

এর আগে শনিবার দুপুরে রাজধানীর শাহবাগ মোড়ে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এই কর্মসূচি পালনের ঘোষণা দেয় প্রগতিশীল ছাত্রজোটের নেতৃবৃন্দ। তাদের অন্যান্য দাবিগুলো হলো- ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে এই আইনে গ্রেফতারদের অবিলম্বে মুক্তি দেওয়া এবং শুক্রবার সন্ধ্যায় শাহবাগে মশাল মিছিলে গ্রেফতারদের নিঃশর্তে মুক্তি দেওয়া।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img