তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান মুসলিম উম্মাহর প্রতি পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।
শনিবার (১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় প্রেসিডেন্ট এরদোগান বলেন, “ঐক্য ও সংহতি, ভ্রাতৃত্ব ও সহমর্মিতা, শান্তি ও ভালোবাসার পরিবেশের চূড়ান্ত রূপ পাওয়া রহমতের এই মাস রমজান-উল-মুবারক আমাদের দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর জন্য কল্যাণ ও বরকত বয়ে আনুক—আল্লাহর কাছে এ দোয়া করছি। পবিত্র রমজান আমাদের সবার জন্য বরকতময় হোক।”