‘বিদেশি হস্তক্ষেপের’ কারণে ইরানের বিক্ষোভ যুদ্ধে রূপ নিয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরগাচি। বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতি সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে বলেও দাবি করেছেন ।
তিনি বলেন, আমেরিকার সঙ্গে ‘সংলাপ কিংবা যুদ্ধ’ যে কোনো কিছুর জন্য প্রস্তুত তার দেশ। ইরানের বিক্ষোভে বিদেশি হস্তক্ষেপের জন্য সরাসরি ট্রাম্পকে দায়ী করে আরাগচি বলেন, “মূলত ট্রাম্পের অযাচিত হস্তক্ষেপের কারণেই উৎসাহী হয়েছে বিদেশি সন্ত্রাসীরা। আমরা পরিষ্কার বলতে চাই, যুদ্ধ কিংবা সংলাপ, আমেরিকার সঙ্গে যে কোনো কিছুর জন্য আমরা প্রস্তুত।”
আজ সোমবার (১২ জানুয়ারি) রাজধানী তেহরানে বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে মত বিনিময়কালে সৈয়দ আরাগচি এসব কথা বলেন।
তিনি বলেন, “ইরানে যা হচ্ছে, তা আর বিক্ষোভ নেই, সন্ত্রাসী যুদ্ধে রূপ নিয়েছে। বিক্ষোভের আড়ালে সন্ত্রাসীরা এই দেশ নাশকতা চালাচ্ছে, সাধারণ লোকজন ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের হত্যা করছে।”
“আর এই সন্ত্রাসীদের নির্দেশনা দেওয়া হচ্ছে দেশের বাইরে থেকে। এমন বেশ কয়েকটি অডিও ক্লিপ বর্তমানে আমাদের হাতে এসেছে, যেখানে নাশকতা চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে।”
“তবে এই সন্ত্রাসীদের হাত থেকে দেশকে রক্ষা করতে সরকার এবং সামরিক বাহিনী সবসময়েই তৎপর। সন্ত্রাসীরা কখনও জিততে পারবে না। সার্বিক পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে আছে।”











