সোমবার, মে ২৬, ২০২৫

মানবতার নামে প্রতারণা: আফগানিস্তানে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও নিম্নমানের খাদ্য পাঠাচ্ছে পশ্চিমারা

spot_imgspot_img

ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানে মানবিক সহায়তার নামে একটি চাঞ্চল্যকর অনৈতিক কার্যকলাপের পর্দাফাঁস হয়েছে। আন্তর্জাতিক সহযোগিতার আবরণে পশ্চিমা শক্তিগুলো আফগানিস্তানে পাঠাচ্ছে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও নিম্নমানের খাদ্যসামগ্রী। সম্প্রতি আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় পরিচালিত একটি বিশেষ অভিযানে এই গুরুতর অনিয়ম ধরা পড়ে, যা দেশজুড়ে উদ্বেগের সৃষ্টি করেছে। বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) ও জাতিসংঘের হাত ধরে এসব নিম্নমানের খাদ্য ও মেয়াদোত্তীর্ণ ওষুধ আফগানিস্তানে এসেছে।

বুধবার (৩০ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে আফগানিস্তানের স্বাস্থ্যমন্ত্রী বিষয়টি সাংবাদিকদের কাছে তুলে ধরেন।

স্বাস্থ্যমন্ত্রী মাওলানা নুর জালাল জালালি বলেন, বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে পাঠানো প্রায় ৭ হাজার মেট্রিক টন মানহীন খাদ্যসামগ্রী জব্দ করা হয়েছে। একই সঙ্গে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) কতৃক সরবরাহকৃত ৬৫০টি মেয়াদোত্তীর্ণ যক্ষ্মা নির্ণয় কিট জব্দ ও বাতিল ঘোষণা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্যমন্ত্রী জোর দিয়ে বলেন, দেশের সর্বত্র খাদ্য ও ওষুধের নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণের সম্পূর্ণ দায়িত্ব জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের উপর ন্যস্ত। এই দায়িত্বের আলোকে, মন্ত্রণালয় সক্রিয়ভাবে এমন সব পণ্য বিতরণ ও ব্যবহারে বাধা দিচ্ছে যেগুলো নিষিদ্ধ, মানহীন, অনিরাপদ অথবা অসুস্থতার কারণ হয়ে দাঁড়াবে।

সূত্র: আরটিএ

সর্বশেষ

spot_img
spot_img
spot_img