আগামী ১৩ থেকে ১৮ মে রাশিয়ার কাজানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৬তম আন্তর্জাতিক কাজাখ সম্মেলন। এই সম্মেলনে ডেপুটি প্রধানমন্ত্রী মাওলানা আব্দুল গণি বারাদারের নেতৃত্বে ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। সম্মেলনের মূল উদ্দেশ্য কাবুল ও মস্কোর মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি করা।
বুধবার (৩০ এপ্রিল) রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘টাস’ এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, “এই সফরে রাশিয়া ও আফগানিস্তানের মধ্যে সহযোগিতার নতুন উপায় খোঁজার বিষয়ে আলোচনা করবে উভয় নেতা।”
অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই সম্মেলনে অংশগ্রহণের প্রধান লক্ষ্য হলো অর্থনৈতিক সহযোগিতা। যদি আফগান সরকার বা তাদের প্রতিনিধি দল যথাযথ কৌশল অবলম্বন করে, তাহলে স্বাভাবিকভাবেই এটি দেশে বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণ করতে পারে।
প্রসঙ্গত, রাশিয়া ও আফগানিস্তানের মধ্যেকার কূটনৈতিক সম্পর্ক সম্প্রতি এক নতুন মাত্রায় প্রবেশ করেছে। তালেবানকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিয়েছে মস্কো। সেই সঙ্গে আফগানিস্তানকে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে আমন্ত্রণ জানাচ্ছে।
উল্লেখ্য, এই সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে আফগানিস্তান আন্তর্জাতিক মঞ্চে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে চায় এবং রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী।
সূত্র: তোলো নিউজ