ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেছেন, শ্রমিকের কষ্ট আর মেহনতির ফলে আমরা দেশে উন্নয়ন দেখি। অথচ সেই শ্রমিকদের ঘাড়ে পা রেখেই সব সরকার দুর্নীতি করে। শ্রমিকদের পেটে লাথি মেরে তাদের অর্থ বিদেশে পাচার করে।
বৃহস্পতিবার (১ মে) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত পথ সমাবেশ ও র্যালি শেষে এসব বলেন তিনি।
শ্রমিকদের অধিকার যারা হরণ করে তাদেরকে ভোট না দেওয়ার কথাও বলেন তিনি।
শেখ ফজলে বারী মাসউদ আরও বলেন, আমরা বাংলাদেশে ইসলামিক শ্রমনীতি প্রতিষ্ঠা করতে চাই। এই শ্রমনীতি যদি প্রতিষ্ঠিত হয় তাহলে আগামীতে কোনো মালিক শ্রমিকের ওপর কোনোদিন অত্যাচার করতে পারবে না।
পথ সমাবেশ ও র্যালিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় অর্থ ও প্রকাশনা সম্পাদক প্রকৌশলী আলহাজ মো. সাইফুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী সদস্য আলহাজ মোহাম্মদ নাসিম খাঁন প্রমুখ।