ফিলিস্তিনে অস্ত্র সরবরাহের অভিযোগে এনে চার জনকে ২০ বছরের জেল দিয়েছে জর্ডান আদালত।
বৃহস্পতিবার (১ মে) মিডল ইস্ট মনিটরের খবরে একথা জানানো হয়েছে।
খবরে বলা হয়, দখলকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে স্বাধীনতাকামী প্রতিরোধ যোদ্ধাদের অস্ত্র সরবরাহের লক্ষ্যে অস্ত্র পরিবহন করে নিয়ে যাওয়ায় চার জনকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে জর্ডানের নিরাপত্তা আদালত। ২০২৩ এর জুলাই এবং ২০২৪ এর মার্চে চার জনকে গ্রেফতার করা হয়।
সংবাদমাধ্যমের তথ্যমতে, কারাদণ্ড প্রাপ্ত এই চার জন হলেন, হুজায়ফা, ইবরাহীম জাবর, খালেদ আল মুজদালাওয়ী ও আহমদ আয়েশ। তারা সকলে জর্ডানের বাসিন্দা।
রাষ্ট্রপক্ষ তাদের বিরুদ্ধে জননিরাপত্তা ও শৃঙ্খলা বিঘ্নিত করা, সমাজের নিরাপত্তা বিপন্ন করা এবং অবৈধ ব্যবহারের জন্য অস্ত্র ও বিস্ফোরক রাখার অভিযোগ আনে।
যেহেতু রায়টি এমন লোকদের বিরুদ্ধে গিয়েছে যারা ফিলিস্তিনিদের প্রতিরোধকে সহায়তা ও সমর্থন করতে চেয়েছে। তাই কারাদণ্ডপ্রাপ্তদের আইনজীবী আব্দুল কাদের আল-খতিব এই রায়কে অন্যায্য ও কঠোর বলে উল্লেখ করেছেন।
তিনি বলেন, জর্ডানের আদালতে এমন অন্যায্য ও কঠোর রায় ঘোষণা হবে বলে আমরা আশা করিনি। অভিযুক্তরা ফিলিস্তিনের প্রতিরোধকে সমর্থন করতে চেয়েছিলো, যা ২০২৩ এবং ২০২৪ এ তুফানুল আকসা শুরুর পূর্বে ইসরাইলের ভয়াবহ তাণ্ডব ও নৃশংসতার ফলে শুরু হয়েছিলো।
তিনি আরও বলেন, আমরা এই সাজার বিরুদ্ধে আদালতে আপিল করবো।
সংবাদমাধ্যমের তথ্যমতে, ফিলিস্তিনিদের জন্য নিয়ে যাওয়ার সময় জব্দ হওয়া অস্ত্রের মধ্যে কাতিউশা-১০৭ মডেলের রকেট, বিভিন্ন ধরণের বিস্ফোরক এবং বেশ কয়েকটি অটো-রাইফেল ছিলো।