বাংলাদেশের জনগণের প্রতি সালাম ও শুভেচ্ছা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।
আজ বৃহস্পতিবার (১ মে) তুরস্কে অনুষ্ঠিত ১০ম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী মঞ্চে বাংলাদেশি বিচারক শায়খ আহমাদ বিন ইউসুফ আল আযহারীর মাধ্যমে এ শুভেচ্ছা জানান তিনি।
উল্লেখ্য, শায়খ আহমাদ বিন ইউসুফ আল আযহারী আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)-এর প্রেসিডেন্ট এবং মাহাদুল ক্বিরাত বাংলাদেশের পরিচালক। তিনি এই প্রতিযোগিতায় দ্বিতীয়বারের মতো বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০১৮ সালে তিনি প্রথমবার তুরস্ক আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার বিচারক নির্বাচিত হন।