পবিত্র কুরআন ও ধর্ম অবমাননার অভিযোগে অভিযুক্ত নরসিংদী সরকারি কলেজের সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিনকে সাতক্ষীরা সরকারি কলেজে বদলির সিদ্ধান্ত নিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। তখন সেই সিদ্ধান্তকে কেন্দ্র করে সাতক্ষীরা কলেজের শিক্ষার্থীরা তার যোগদানে বাধা চেয়ে কলেজ কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসকের কাছে পৃথক দুটি স্মারকলিপি জমা দেয়।
এবার সেই নাদিরা ইয়াসমিনকে বদলি করে টাঙ্গাইলের সা’দত সরকারি কলেজে সংযুক্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়।
আজ রোববার (১ জুন) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।
উপসচিব মাহবুব আলমের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা নাদিরা ইয়াসমিনকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতন ক্রমে ওএসডি হিসেবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে থেকে টাঙ্গাইলের সা’দত সরকারি কলেজে সংযুক্ত করা হয়েছে।
গত ২৫ মে ধর্ম অবমাননার অভিযোগের পর তাকে নরসিংদী সরকারি কলেজ থেকে ওএসডি করে সাতক্ষীরা সরকারি কলেজে সংযুক্ত করা হয়েছিল। কিন্তু সেই সিদ্ধান্ত কার্যকর হওয়ার আগেই ফের নতুন আদেশে তাকে বদলি করা হলো।