বুধবার | ২৯ অক্টোবর | ২০২৫

ইসরাইলের সম্মতি ছাড়া ফিলিস্তিন রাষ্ট্র সম্ভব নয় : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পশ্চিমা দেশগুলোর ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার সাম্প্রতিক সিদ্ধান্তগুলোকে অপ্রাসঙ্গিক বলে দাবি করেছেন।

তিনি বলেন, ইসরাইলের সম্মতি ছাড়া ফিলিস্তিন রাষ্ট্র হতে পারে না।

বৃহস্পতিবার (৩১ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম ফক্স রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

রুবিও বলেন, এই দেশগুলোর কোনোটারই ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের ক্ষমতা নেই। ইসরাইল যদি এতে সম্মত না হয় তাহলে কোনো ফিলিস্তিনি রাষ্ট্র হতে পারবে না।

তিনি বলেন, তারা আপনাকে বলতেও পারবে না এই ফিলিস্তিনি রাষ্ট্রটি কোথায়। তারা আপনাকে এটাও বলতে পারবে না যে এটি কে পরিচালনা করবে। এবং আমার মনে হয় এটি বিপরীতমুখী।

তিনি আরও বলেন, দিন শেষে ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে থাকা মানে হামাসের পক্ষে থাকা। তাই আপনারা ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়ে তাদেরকেই পুরষ্কৃত করার চেষ্টা করছেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পশ্চিমা দেশগুলোর সাম্প্রতিক সিদ্ধান্ত চলমান যুদ্ধবিরতি আলোচনাকে ক্ষতিগ্রস্ত করছে বলে দাবি করে বলেন, অনেক ক্ষেত্রেই সাম্প্রতিক স্বীকৃতির সিদ্ধান্তগুলো অভ্যন্তরীণ রাজনীতির ওপর নির্ভর করছে, কিছু দেশ ভূ-রাজনৈতিক পরিণতি নির্বিশেষে পক্ষ নেয়ার জন্য অভ্যন্তরীণ চাপের সম্মুখীন হচ্ছে।

এদিকে পশ্চিমা দেশগুলো বলছে, ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি কোনো পুরষ্কার নয়, বরং এটি এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার পূর্বশর্ত।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img