বৃহস্পতিবার | ২২ জানুয়ারি | ২০২৬
spot_img

ভারতে ‘জয় বাংলা’ স্লোগান চলবে না: শুভেন্দু

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, জয় বাংলা’ ভারতের স্লোগান নয়, এটি বাংলাদেশের। বাংলাদেশের স্লোগান ভারতে চলবে না।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিধানসভার সামনে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

গত কয়েক বছর ধরেই পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস রাজনৈতিক সভা, মিছিল, নির্বাচনী প্রচারসহ বিভিন্ন কর্মসূচিতে জয় বাংলা স্লোগান ব্যবহার করে আসছে। এ নিয়ে বিরোধী পক্ষের আপত্তি নতুন নয়। তবে এবারের বিতর্কের সূত্রপাত হয় আরও সরাসরি এক সংঘাতে।

বুধবার (৩০ জুলাই) যাত্রাপথে শুভেন্দু অধিকারীর গাড়িবহরকে লক্ষ্য করে এক তৃণমূল কর্মী জয় বাংলা স্লোগান দেন। এতে ক্ষিপ্ত হয়ে শুভেন্দু ওই কর্মীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন ও তার রক্ষীদের নির্দেশ দেন তাকে সরিয়ে দিতে। এরপর সেই কর্মীর সামনে দাঁড়িয়ে শুভেন্দু বলেন, জয় শ্রীরাম। শুভেন্দুর মুখে জয় শ্রীরাম শুনে ওই তৃণমূল কর্মী ফের পাল্টা স্লোগান দেন জয় বাংলা। জবাবে শুভেন্দু অধিকারী তাকে রোহিঙ্গা বলে কটাক্ষ করেন। পাল্টা প্রতিক্রিয়ায় ওই তৃণমূল কর্মী শেখ মঈদুল বলেন, আপনিই রোহিঙ্গা।

শুভেন্দু বলেন, ভারত মাতা কী জয় বলতে হবে। আর যদি আপনি হিন্দু হন, তবে ‘জয় শ্রীরাম’ বলবেন। মুসলমানদের জয় শ্রীরাম বলার দরকার নেই।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বিরুদ্ধে হিন্দুবিরোধী মনোভাবের অভিযোগ তোলে তিনি বলেন, দিঘাতে একটি ধর্মীয় মিছিলের জন্য হাইকোর্টের পারমিশন নিতে হয়েছে। তিনি হিন্দুবিরোধী মুখ্যমন্ত্রী। হিন্দুদের উপর বাধা সৃষ্টি করছেন মমতা।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ