ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের অনুমতি ছাড়া স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা সম্ভব নয় বলে মনে করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
সম্প্রতি, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয় বেশ কিছু দেশ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সেসব দেশের এমন সিদ্ধান্তকে ‘অপ্রাসঙ্গিক’ বলে দাবি করেন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) ফক্স রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এ দেশগুলোর কারোরই ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ক্ষমতা নেই।
এ সময় তিনি আরও বলেন, ইসরাইল সম্মতি না দিলে কোনো ফিলিস্তিন রাষ্ট্র গঠন সম্ভব নয়।









