শনিবার | ১২ জুলাই | ২০২৫

পেরুতে বাস খাদে পড়ে শিশুসহ ৩২ জনের মৃত্যু

spot_imgspot_img

পেরুতে একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে দুই শিশুসহ অন্তত ৩২ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ২০ জনেরও বেশি।

মঙ্গলবার (৩১ আগস্ট) পেরুর রাজধানী লিমা থেকে ৬০ কিলোমিটার দূরে ক্যারেটেরা সেন্ট্রাল রোডের একটি সরু অংশে এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে ৬৩ জন যাত্রী ছিলেন।

পুলিশ কমান্ডার সিজার সার্ভেন্টেস বলেন, দুর্ভাগ্যজনকভাবে অন্তত ৩২ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ছয় বছর ও তিন বছরের শিশু রয়েছে।

জানা গেছে, বাসটি একটি পাথরে আঘাত করেছিল। এরপরই এটি ২০০ মিটার গভীর খাদে পড়ে যায়।

পুলিশ জানায়, সম্ভাব্য জীবিত এবং মৃতদের উদ্ধারে অনুসন্ধান ও অভিযান চালানো হচ্ছে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img