আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তরাঞ্চলে কয়েকদিন থেকেই মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিপাতের প্রবণতা বেড়েছে। এই প্রবণতা অব্যাহত থাকতে পারে।
বৃহস্পতিবার (১ সেপ্টম্বর) আবহাওয়া অধিদপ্তর থেকে এমনটাই জানানো হয়েছে।
এই অবস্থায় শুক্রবার সকাল পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।









