পূর্ব আফগানিস্তানের কুনার প্রদেশে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ ঘটেছে।
রবিবার (৩১ আগস্ট) দিবাগত রাতে স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটে কুনার প্রদেশে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর উপকেন্দ্র ছিল নানগরহার প্রদেশের জালালাবাদ এলাকার কাছে। ভূমিকম্পে কুনারের চৌকি, শিগল, নুরগল, মানোগি, ওয়াতাপুর ও চাপা দারা জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় গণমাধ্যম হুরিয়াত রেডিও জানিয়েছে, ভূমিকম্পে সাতশোর বেশি মানুষ নিহত হয়েছে এবং শতাধিক মানুষ আহত হয়েছে। মাজার দারা অঞ্চলে তিনটি গ্রাম সম্পূর্ণ মাটিচাপা পড়েছে এবং প্রায় ছয়শো জন নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
অন্যদিকে তোলো নিউজ স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে জানিয়েছে, প্রাথমিক হিসাবে অন্তত আড়াইশো জন নিহত ও পাঁচশো জন আহত হয়েছে। ভূমিকম্পের পর একাধিক ঝাঁকুনি অনুভূত হয়, যার মধ্যে একটি ছিল পাঁচ দশমিক দুই মাত্রার।
ইমারাতে ইসলামিয়ার মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ ক্ষয়ক্ষতির বিষয়টি স্বীকার করে জানিয়েছেন, সরকার উদ্ধার কার্যক্রমে সর্বাত্মক সহায়তা দিচ্ছে। কুনার প্রাদেশিক দুর্যোগ দপ্তর জানিয়েছে, আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হচ্ছে এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তা প্রয়োজন।
ক্ষতিগ্রস্তদের অধিকাংশ নুরগল, ওয়াতাপুর, মানোগি ও চাপা দারা জেলার বাসিন্দা। গুরুতর আহতদের হেলিকপ্টারের মাধ্যমে নানগরহার হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। মাজার দারা অঞ্চলে পুরো গ্রাম মাটিচাপা পড়ায় প্রাণহানির সংখ্যা দ্রুত বাড়ছে।