মঙ্গলবার | ২ ডিসেম্বর | ২০২৫

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, নিহত ছয় শতাধিক

আফগানিস্তানের কুনার ও নাঙ্গারহার প্রদেশে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে শত শত মানুষের প্রাণহানি ঘটেছে এবং কয়েক হাজার মানুষ আহত হয়েছে। বহু গ্রাম ও অসংখ্য ঘরবাড়ি ধসে পড়েছে।

রবিবার স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটে কুনার প্রদেশে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। উপকেন্দ্র ছিল নাঙ্গারহার প্রদেশের জালালাবাদ শহরের কাছে। ভূমিকম্পের আঘাত সবচেয়ে বেশি লেগেছে কুনারের চৌকি, শিগল, নুরগল, মানোগি, ওয়াতাপুর ও চাপা দারা জেলায়।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভূমিকম্পে সর্বমোট ২ হাজার ১৭৭ জন হতাহত হয়েছেন। এর মধ্যে ৬২২ জন নিহত এবং দেড় হাজারের বেশি আহত। কুনার প্রদেশে সবচেয়ে ভয়াবহ প্রাণহানি ঘটেছে, সেখানে ৬১০ জন নিহত ও ১ হাজার ৩০০ জন আহত হয়েছেন। নাঙ্গারহারে নিহত হয়েছেন ১২ জন এবং আহত হয়েছেন ২৫৫ জন। এ ছাড়া দুই প্রদেশেই শত শত ঘরবাড়ি ভেঙে পড়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুফতি আবদুল মতিন কায়ানী জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী খলিফা সিরাজউদ্দিন হক্কানী সংশ্লিষ্ট প্রদেশগুলোর গভর্নর, পুলিশ প্রধান, নিরাপত্তা বাহিনী ও সেবাদানকারী সংস্থাগুলোকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছেন।

আফগান সরকারের মুখপাত্র ও ডেপুটি তথ্যমন্ত্রী মাওলানা জবীহুল্লাহ মুজাহিদ ভূমিকম্পে গভীর দুঃখ প্রকাশ করে জানিয়েছেন, রাজধানী ও নিকটবর্তী প্রদেশগুলো থেকে ত্রাণ-দল ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠানো হয়েছে। তিনি বলেন, জনগণকে উদ্ধারের জন্য বিদ্যমান সব সুযোগ-সুবিধা ও সম্পদ কাজে লাগানো হবে।

দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক দপ্তরের মহাপরিচালক মোল্লা নূরউদ্দীন তুরাবী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা ও শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

তিনি জানান, প্রাদেশিক কর্মীরা ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে পৌঁছেছেন এবং তাদের জরুরি সহায়তা দিয়েছেন। এছাড়া খুব শিগগির প্রয়োজনীয় সামগ্রীসহ একটি পূর্ণাঙ্গ সজ্জিত দল ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠানো হবে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img