মঙ্গলবার | ২ ডিসেম্বর | ২০২৫

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াল আফগান ক্রিকেটাররা

আফগানিস্তানের কুনার প্রদেশে ভয়াবহ ভূমিকম্পে শত শত মানুষ প্রাণ হারিয়েছেন এবং বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিস্থিতিতে মানবিক সহায়তার ঘোষণা দিয়েছে আফগান জাতীয় ক্রিকেট দল। খেলোয়াড়রা সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ থেকে পাওয়া সব ফি এবং অন্যান্য আর্থিক সহায়তা ভূমিকম্প–আক্রান্তদের জন্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, খেলোয়াড়দের এই সহায়তা দ্রুত কুনারে পৌঁছে দেওয়া হবে। একই সঙ্গে বোর্ড আশ্বাস দিয়েছে, খেলোয়াড়দের সহায়তা কেবল এককালীন নয়, বরং এ উদ্যোগ অব্যাহত থাকবে।

ম্যাচের আগে আফগান ক্রিকেটাররা ভূমিকম্পে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে ফাতিহা পাঠ করেন এবং মাঠে দাঁড়িয়ে দোয়া করেন, শহীদদের জন্য জান্নাতুল ফেরদৌস এবং আহতদের জন্য দ্রুত আরোগ্য কামনায়।

ক্রিকেট বোর্ড ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে দেশবাসীর উদ্দেশে আহ্বান জানিয়েছে, এই শোকাবহ পরিস্থিতিতে সবাই যেন ভূমিকম্প আক্রান্তদের পাশে দাঁড়ায়, আশ্রয়, খাদ্য ও পোশাকের মতো প্রয়োজনীয় সহায়তা দেয়।

সূত্র : হুরিয়াত রেডিও

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img