শুক্রবার | ১২ সেপ্টেম্বর | ২০২৫

লেবাননে ইসরাইলি সেনাদের প্রবেশ জাতিসংঘ আইনের লঙ্ঘন: জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী

আজ মঙ্গলবার লেবাননে সীমিত আকারে স্থল অভিযান শুরুর দাবি জানিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সেনাবাহিনী। এ বিষয়টির প্রতি ইঙ্গিত দিয়ে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী জানিয়েছে, এমন পদক্ষেপ জাতিসংঘ আইনের লঙ্ঘন।

এক বিবৃতিতে জাতিসংঘ জানায়, “ইসরায়েলি সেনাবাহিনী লেবাননে সীমিত স্থল আক্রমণের বিষয়টি নিশ্চিত করেছে। এইভাবে লেবাননে প্রবেশ করার অর্থ হলো দেশটির সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখন্ডতা লঙ্ঘন। শুধু তাই নয়, এটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশন ১৭০১ ও লংঘন করে।”

এছাড়াও সংঘাত বৃদ্ধি করে এমন কর্মকাণ্ড থেকে সকল পক্ষকে বিরত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img