মঙ্গলবার | ২০ জানুয়ারি | ২০২৬
spot_img

আফগানিস্তানে ইন্টারনেট বন্ধ করা হয়নি, ফাইবার ত্রুটি মেরামত চলছে : জাবিহুল্লাহ মুজাহিদ

আফগানিস্তানে ইন্টারনেট বন্ধের গুজব ছড়িয়ে পড়লেও ইমারাতে ইসলামিয়ার সরকার বিষয়টি সরাসরি অস্বীকার করেছে। সরকার জানিয়েছে, এটি কোনো রাজনৈতিক পদক্ষেপ নয়, বরং পুরোনো ফাইবার অপটিক তার ক্ষয়ে যাওয়ার কারণে সাময়িকভাবে সমস্যা দেখা দিয়েছে এবং বর্তমানে প্রতিস্থাপন ও মেরামতের কাজ চলছে।

বুধবার প্রকাশিত সরকারি বিবৃতিতে বলা হয়, “আমরা ইন্টারনেট নিষিদ্ধ করেছি, এমন যে গুজব ছড়ানো হচ্ছে, তেমন কিছুই নেই।”

তালেবান সরকারের মুখপাত্র মাওলানা জাবীহুল্লাহ মুজাহিদ জানান, চলমান সারাদেশব্যাপী বিঘ্নের কারণ হলো “ক্ষয়প্রাপ্ত ফাইবার অপটিক অবকাঠামো”। তিনি বলেন, অবকাঠামো প্রতিস্থাপনের কাজ চলছে। তবে সেবাগুলো কবে সম্পূর্ণভাবে পুনরায় চালু হবে তা নির্দিষ্ট করে বলা হয়নি।

ইন্টারনেট অধিকার সংস্থা নেটব্লকস সোমবার দাবি করেছিল, কাবুলসহ সারাদেশে ইন্টারনেট সংযোগ ভেঙে পড়েছে এবং টেলিফোন সেবাও ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু ইমারাতে ইসলামিয়া সরকার এটিকে কারিগরি সমস্যার পরিণতি হিসেবে ব্যাখ্যা করেছে এবং কোনো ধরনের ইচ্ছাকৃত নিষেধাজ্ঞা জড়িত নেই বলে জানিয়েছে।

আফগান এয়ারলাইন কাম এয়ার স্থানীয় টিভি চ্যানেল টোলোনিউজকে জানিয়েছে, সোমবার থেকে ফ্লাইট বন্ধ থাকলেও বুধবার বিকেলে তারা আবার কাবুলে ফ্লাইট চালু করবে। অন্যদিকে কিছু আন্তর্জাতিক মানবিক সংস্থা জানায়, যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে কার্যক্রমে সমস্যা হচ্ছে। তবে তালেবান সরকার স্পষ্ট করেছে, মানবিক কাজে বাধা দেওয়ার কোনো উদ্দেশ্য তাদের নেই; এটি কেবল কারিগরি ত্রুটির ফল।


সূত্র : অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), টোলোনিউজ

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ