রবিবার | ২ নভেম্বর | ২০২৫

আ’লীগের মতো জামায়াত নিষিদ্ধের দাবি বিএনপি নেতা আলালের

আওয়ামী লীগের মতো জামায়াতে ইসলামীর কার্যক্রম নিষিদ্ধের দাবি তোলার জন্য মুক্তিযোদ্ধাদের প্রতি অনুরোধ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল।

তিনি বলেন, আমি অনুরোধ করব মঞ্চে আজকে মাননীয় মহাসচিব (মির্জা ফখরুল ইসলাম) আছেন, বীর মুক্তিযোদ্ধারা আছেন। বিএনপির পক্ষ থেকে দাবি তোলা উচিত– ২৪-এ এবং এর আগের গণহত্যা, নির্যাতন, নিপীড়ন, ভোটাধিকার হরণের জন্য যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হতে পারে। তাহলে ৭১-এর গণহত্যা, ধর্ষণ, নারকীয় হত্যাযজ্ঞের কারণে জামায়াতে ইসলামীকেও নিষিদ্ধ করতে হবে। তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। একই অপরাধে দুই রকম বিচার হতে পারে না। প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে আজকের এ কথা বলতে চাই।

শনিবার (১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত ‘স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অপরিহার্য’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, গতকাল দেখলাম হিন্দুদের সমাবেশ করেছেন জামাতের সেক্রেটারি। খুব ভালো কথা, সনাতন ধর্মের লোকেরা আপনাদের কাছে গেছে, আপনারা ডেকেছেন। কিন্তু কথাবার্তা সব হচ্ছে বিএনপির বিরুদ্ধে। কিন্তু সনাতন ধর্মাবলম্বী সম্পর্কে কোনো কথা নেই। এক জায়গায় শুধু সেক্রেটারি বলেছেন, অমুক মার্কা দেখেছি, তমুক মার্কা দেখেছি। ২০১৮ সালে বিএনপির ধানের নির্বাচন করেছেন। বড় বড় কথা বলেন! ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত বিএনপি সরকারের সঙ্গে ছিলেন সহযোগী হিসেবে। বিএনপির যদি কোনো ভুল হয়ে থাকে, সেই ভুলের অংশীদার আপনারাও আছেন।

তিনি বলেন, আজকে বারবার আঙুল তোলেন কোথায়? শুধু উপর দিকে মারেন, নিজের গায়ে পড়ে। সেটা আগে দেখার চেষ্টা করেন। সেটা না দেখে কোনো কথা বিএনপিকে যে ধরাশায়ী করার চেষ্টা করতেন, এটা কোনোক্রমে আমরা মেনে নিতে পারি না। বিএনপির অবস্থানটা এর আগের সমাবেশে আমি বলেছিলাম। আপনাদেরকে যে বিএনপি অর্জুন গাছের ছাল হয়ে গেছে, যার যখন মন চায় ছাল কেটে নিয়ে নিজের চিকিৎসায় ব্যবহার করেন। এই অর্জুন গাছের ডাল বিএনপির হলেও চলবে না।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img