রবিবার | ২ নভেম্বর | ২০২৫

দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও অর্থনৈতিক অনিশ্চয়তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ খলিলুর রহমান বলেছেন, জুলাই সনদে ঘোষিত সংস্কারমূলক অঙ্গীকারসমূহ দ্রুত বাস্তবায়ন না হলে দেশের শ্রমজীবী জনগোষ্ঠীসহ সাধারণ মানুষের জীবন আরও দুর্বিষহ হয়ে উঠবে।

শনিবার (১ নভেম্বর) কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নিয়মিত মাসিক বৈঠকে তিনি এসব কথা বলেন।

খলিলুর রহমান বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, ন্যায্য মজুরি না পাওয়া, কর্মসংস্থানের অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতার কারণে শ্রমজীবী মানুষ আজ দিশেহারা। জুলাই সনদ বাস্তবায়নই এখন জাতিকে রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক ভারসাম্য ও শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার পথে ফিরিয়ে আনতে পারে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের শ্রমিক ও সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। তাই জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন করে জাতি ও শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত করুন।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img