রবিবার | ২৮ ডিসেম্বর | ২০২৫
spot_img

চলমান যুদ্ধে ইসরাইলের দুই হাজারের বেশি সেনা আহত; নিহত ৪০০

গত ৭ অক্টোব থেকে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সাথে চলমান যুদ্ধে এখন পর্যন্ত ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের দুই হাজারের বেশি সেনা আহত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) এক প্রতিবেদনে আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে যুদ্ধে তাদের ২ হাজার ৫ জন সেনা আহত হয়েছেন। এরমধ্যে গুরুতর আহত ২৮৭ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

অপরদিকে ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত অন্তত ৪০০ ইসরাইলি সেনা নিহত হয়েছেন। যাদের বেশিরভাগ যুদ্ধের প্রথমদিন— ৭ অক্টোবর হামাসের অতর্কিত হামলায় মারা যান। আর বাকিরা গাজ্জায় ভেতর যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছেন।

ইসরাইলের সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর থেকে স্থল অভিযান শুরুর পর তাদের ৭০ সেনা নিহত হয়েছে।

তবে হামাসের এক জ্যেষ্ঠ নেতা গত সপ্তাহে জানিয়েছেন, তাদের যোদ্ধাদের হামলায় গাজ্জায় অসংখ্য ইসরাইলি সেনা আহত হয়েছেন। যাদের মধ্যে অন্তত ৫০০ জনের অবস্থা গুরুতর।

হামাসের ওই নেতা আরও জানান, দখলদার ইসরাইলি সেনারা গাজ্জায় হামাসকে নির্মূলে অভিযান চালালেও; তারা এখন পর্যন্ত একটি লক্ষ্যও অর্জন করতে পারেনি। তারা শুধুমাত্র গাজ্জায় সাধারণ মানুষকে হত্যাই করেছে।

দখলদার ইসরাইলিদের হামলায় এখন পর্যন্ত গাজ্জায় ১৫ হাজারের বেশি মানুষ শহীদ হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ৩০ হাজারের বেশি সাধারণ ফিলিস্তিনি। আহত ও নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ