সোমবার | ২৯ ডিসেম্বর | ২০২৫
spot_img

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে লন্ডনের রাস্তায় লাখো মানুষের বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে লন্ডনের রাস্তায় লাখো মানুষের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) ইংল্যান্ডের পার্ক লেন থেকে শুরু হয়ে হোয়াইট হলের কাছে গিয়ে মিছিলটি শেষ হয়। মিছিলটিতে ১ লাখ ২৫ হাজারেরও বেশি মানুষ অংশগ্রহণ করেন। এটিকে ইংল্যান্ডের ইতিহাসে ‘ঐক্য ও অবাধ্যতার’ জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত বলে বিবেচনা করছেন বিশেষজ্ঞরা। ‌

মিছিলে অংশগ্রহণকারীরা ব্রিটিশ সরকারের প্রতি বেশ কয়েকটি বার্তা দিয়েছেন। যার মধ্যে প্রধান বার্তাটি হল, ‘দুষ্কর্মে সহায়তার দিন শেষ; এখন থেকে ন্যায় বিচারকেই প্রাধান্য দিতে হবে।’

প্রসঙ্গত, গাজ্জায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল কর্তৃক ফিলিস্তিনিদের উপর সংঘঠিত যুদ্ধাপরাধের প্রতি শুরু থেকেই অটুট সমর্থন জানিয়ে আসছে ব্রিটিশ সরকার। এর প্রতিবাদে ২০২৩ সালের অক্টোবর মাস থেকে এখন পর্যন্ত বহুবার রাস্তায় নেমে এসেছেন ইংল্যান্ডের বাসিন্দারা। যার মধ্যে এটি ছিল ২২ তম বিক্ষোভ মিছিল। এতে ক্রমাগত চাপ বাড়ছে দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির উপর।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ