রবিবার | ১৮ জানুয়ারি | ২০২৬
spot_img

ইমরান খান সম্পূর্ণ সুস্থ আছেন: পাক তথ্যমন্ত্রী

কারাবন্দি পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) এর প্রতিষ্ঠাতা ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সম্পূর্ণ সুস্থ আছেন বলে দাবি করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরা ইমরান খানের মৃত্যুর সংবাদ গুজব বলে উড়িয়ে দিয়ে তিনি বলেন, ইমরান খান সম্পূর্ণ সুস্থ রয়েছেন।

রোববার (৩০ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী বলেন, ‘আমি আপনাকে আশ্বস্ত করতে চাই, তিনি সুস্থই আছেন। তার কোনো সমস্যাই নেই। তিনি প্রতিদিন এক ঘণ্টা করে ট্রেডমিলে দৌড়ান।’

তিনি দাবি করেন, খানকে আদিয়ালা কারাগারে পাঁচ তারকা হোটেলের সুযোগ-সুবিধা দেয়া হচ্ছে।

উল্লেখ্য, চলতি সপ্তাহে রাওয়ালপিন্ডির কেন্দ্রীয় কারাগারে খান মারা গেছেন বলে একটি সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে উদ্বেগ প্রকাশ করে ইমরান খানের বোন আলিমা খানুম এবং নওরীন নিয়াজি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। প্রতিবাদ জানিয়ে তারা বলেছেন, সরকার তাদেরকে এবং ইমরান খানের আইনজীবীদের কারাগারে তার সাথে সাক্ষাৎ করতে দিচ্ছে না। স্বজনরা অভিযোগ করেছে, খানকে কারাগারে নির্জন কুঠুরিতে রাখা হয়েছে। তাকে মৌলিক মানবাধিকার থেকেও বঞ্চিত করা হচ্ছে।

সূত্র: আরব নিউজ

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ