শনিবার | ১৫ নভেম্বর | ২০২৫

করোনাভাইরাস থেকে বাঁচতে কারফিউ জারি করেছে ফ্রান্স

উত্তর-পূর্বাঞ্চলে এবং দক্ষিণ-পূর্বাঞ্চলে ১৫টি ‘ডিপার্টমেন্টে’ কারফিউ জারি করেছে ফ্রান্স।

শনিবার থেকে এই কারফিউ চালু হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্সকে উদ্ধৃত করে পাকিস্তানের অনলাইন ডন বলেছে, সন্ধ্যা ৬টার পরিবর্তে রাত ৮টা থেকে কার্যকর হবে এই কারফিউ।

সরকারের মুখপাত্র গাব্রিয়েল আত্তাল স্থানীয় টিএফআই টেলিভিশনকে বলেছেন, আমরা ১৫টি বিভাগের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। আগেভাগে এই কারফিউয়ের ফল কি হয় তা আমরা পর্যালোচনা করবো। যদি পরিস্থিতির অবনতি দেখা যায় অন্য এলাকাগুলোতে, তাহলে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেয়া হবে।

উল্লেখ্য, পশ্চিম ইউরোপে সবচেয়ে বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ফ্রান্সে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন মোট ২৬ লাখ ২০ হাজার ৪২৫ জন। মারা গেছেন ৬৪ হাজার ৬৩২ জন।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img