দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে পঞ্চগড়ে।
সোমবার (২ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
আবহাওয়া অধিদপ্তর তথ্য মতে, ১০ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড দিয়ে শুরু হয়েছে নতুন বছর। গতকালের চেয়ে তাপমাত্রা কমে যাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে। এ শীতে সড়কে বিভিন্ন যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে। শীতের তীব্রতার কারণে গ্রামে শহরের হাটবাজারগুলোতে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা যায়।









