২০২৪ সালে স্বীকৃতি পাওয়ার জন্য উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে আফগানিস্তান। এছাড়াও বেশ কয়েকটি দেশের সাথে ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হয়েছে। এবার নতুন বছরে আরো বেশ কয়েকটি দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে বিশ্ব মঞ্চে শক্তি শালী অবস্থান তৈরির পরিকল্পনা করছে মধ্য এশিয়ার দেশটি।
বুধবার (১ জানুয়ারি) এক সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন দেশটির মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।
তিনি বলেন, ২০২৫ সালে আরো বেশি সংখ্যক দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক জোরদার ও সম্প্রসারণের আশা করছে আফগানিস্তান।
মুজাহিদ বলেন, ২০২৫ সালে আফগানিস্তানের প্রচেষ্টার উপর ভিত্তি করে বলছি; আমরা আশাবাদী আরো দেশ আফগানিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য রাজি হবে। ইতিমধ্যে আমরা এর লক্ষণসমূহ দেখতে পাচ্ছি।
উল্লেখ্য, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কিছু গুরুত্বপূর্ণ আবেদন রয়েছে আফগানিস্তানের। যা দেশের স্থিতিশীলতা ও উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- মার্কিন কালো তালিকা থেকে আফগান মন্ত্রীদের নাম প্রত্যাহার, বিশ্ব ব্যাংকে জব্দকৃত আফগান সম্পত্তি মুক্ত করা ও আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন।
সূত্র: তোলো নিউজ









