শুক্রবার | ৫ ডিসেম্বর | ২০২৫

এখনও আসেনি কাতারের এয়ার অ্যাম্বুলেন্স; খালেদা জিয়ার লন্ডন যাত্রায় বিলম্ব

গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য আজ লন্ডন নেওয়া হবে বলে জানিয়েছিল বিএনপি।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে তাকে লন্ডন নেওয়ার কথা। তবে সকাল পৌনে ১০টা পর্যন্তও এই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছায়নি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ জানান, সকাল ১০টা পর্যন্ত এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে অবতরণের অনুমতি চায়নি বা অবগত করেনি।

বিএনপির মিডিয়া সেল বলছে, এখন পর্যন্ত এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসেনি। কখন আসবে তারও সুনির্দিষ্ট তথ্য নেই।

এয়ার অ্যাম্বুলেন্স কখন পৌঁছাবে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, টাইম, শিডিউল চূড়ান্ত হলে জানাবো। এর আগে গতকাল রাতে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্স ‘কারিগরি সমস্যা’ দেখা দেওয়ায় সেটি ঢাকায় পৌঁছাতে পারেনি।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img