শুক্রবার | ২ জানুয়ারি | ২০২৬
spot_img

ইরানে চতুর্থ দিনের মতো বিক্ষোভ চলমান

অর্থনৈতিক দুর্দশা ও মুদ্রার ক্রমাগত দরপতনের জেরে ইরানে চতুর্থ দিনের মতো বিক্ষোভ চলমান রয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে একথা জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, অর্থনৈতিক দুর্দশা ও মুদ্রার দরপতনের জেরে বিক্ষোভে নেমেছে ইরানের কয়েকটি শহরের কিছু বিক্ষুব্ধ জনতা।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বিক্ষুব্ধ জনতা ফার্স প্রদেশের ফাসা শহরে স্থানীয় সরকারের দপ্তরে হামলার চেষ্টা চালায়। ভিডিও ফুটেজে দাঙ্গাবাজদের সংগঠিত একটি দলকে দপ্তরের গেইট ভাঙার চেষ্টা করতেও দেখা গিয়েছে।

সংবাদ সংস্থা তাসনিমের প্রতিবেদনে একজন স্থানীয় কর্মকর্তার বরাতে বলা হয়, বিক্ষুব্ধ দাঙ্গাবাজদের হামলার চেষ্টায় ৩জন নিরাপত্তাকর্মী আহত হয়েছেন এবং ৪জন আক্রমণকারীকে আটক করা হয়েছে।

এছাড়াও জানানো হয় যে, দপ্তরে আক্রমণে নেতৃত্ব দেওয়া ২৮ বছর বয়সী এক নারীকেও গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

সংবাদমাধ্যমের তথ্যমতে, রবিবার তেহরানের দোকানগুলোতে মার্কিন ডলারের বিপরীতে রিয়ালের মূল্য রেকর্ড সর্বনিম্নে নেমে যাওয়ার পর থেকে ইরানে টানা ৪র্থ দিনের বিক্ষোভ চলছে, যা উচ্চ মুদ্রাস্ফীতি এবং ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের মধ্যে অর্থনৈতিক দুর্দশাকে আরও বাড়িয়ে তোলে।

এই বিক্ষোভ পরবর্তীতে আরো কয়েকটি শহরে ছড়িয়ে পড়ে। মঙ্গলবার, রাজধানী তেহরানে শিক্ষার্থীরাও রাস্তায় নেমে আসে। ইসফাহান, ইয়াজদ ও জানজান শহরের বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠানগুলোতেও এই বিক্ষোভ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

ইরান সরকার বলেছে যে, তারা বিক্ষোভকারী নেতাদের উদ্বেগ শোনার জন্য তাদের সাথে একটি সংলাপের আয়োজন করতে যাচ্ছে। তবে দেশটির প্রসিকিউটর জেনারেল জানিয়েছেন যে, মুদ্রার দরপতন এবং ভয়াবহ অর্থনৈতিক অবস্থার কারণে বিক্ষোভ যদি দেশকে অস্থিতিশীল করে তোলে, তবে নির্ধারক প্রতিক্রিয়া বা কঠোর অবস্থানে যাবে সরকার।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ