পবিত্র আল-আকসা মসজিদকে রক্ষা করতে রমজান মাসে সেখানে গিয়ে ইবাদত ও দৃঢ়, দৃঢ় অবস্থান ও ইতেকাফে অংশ নিতে ফিলিস্তিনিদের আহ্বান জানিয়েছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস।
হামাস বলছে, এটি শুধু ধর্মীয় আনুগত্যের প্রতীক নয়, বরং দখলদার ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধেরও অংশ।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।
এক বিবৃতিতে হামাস জেরুজালেম এবং ইসরাইলে বসবাসরত ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, এই মাসে আল-আকসা মসজিদে গিয়ে সর্বাত্মক প্রচেষ্টা চালান, সেখানে দৃঢ় থাকুন এবং ইতেকাফ করুন।
হামাস আরও বলেছে, রমজানের বরকতময় দিন ও রাতগুলো ইবাদত, দৃঢ় অবস্থান এবং শত্রু ও বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে প্রতিরোধে উৎসর্গ করুন, পাশাপাশি জেরুজালেম ও আল-আকসার প্রতিরক্ষা নিশ্চিত করুন যতক্ষণ না তা দখলদারিত্ব থেকে মুক্ত হয়।
বিশ্বব্যাপী ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানিয়ে হামাস বলেছে, তারা যেন গাজ্জা, পশ্চিম তীর ও জেরুজালেমের জনগণের প্রতি সংহতি প্রকাশে ব্যাপক কর্মসূচি ও উদ্যোগ গ্রহণ করে।