ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের নাগরিকদের সুবিধার জন্য পাসপোর্ট সংক্রান্ত একটি স্মারকলিপিতে স্বাক্ষর করেছে দেশটির পাসপোর্ট অফিস ও ডাক বিভাগ। স্বাক্ষরকৃত এই স্মারকলিপি অনুযায়ী, আবেদনকারীর পাসপোর্ট পৌঁছে দেওয়া হবে বাড়িতে। সেই ক্ষেত্রে গুনতে হবে মাত্র ১০০ আফগানি।
গত সপ্তাহে আফগানিস্তানের পাসপোর্ট অফিসের মহাপরিচালক আব্দুল করিম হাসিব বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আফগান নাগরিকদের পাসপোর্ট সুবিধা সহজতর করার লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
আব্দুল করিম বলেন, “আলহামদুলিল্লাহ, আজ আফগানিস্তানের ডাক বিভাগের সাথে পাসপোর্ট অফিসের একটি স্মারকলিপি স্বাক্ষরিত হয়েছে। যার ফলে ঘরে বসেই পাসপোর্ট গ্রহণ করতে পারবেন আবেদনকারীরা।”
আফগান ডাক বিভাগের মহাপরিচালক রহমাতুল্লাহ মাকি বলেন, দেশজুড়ে পাসপোর্ট ইস্যু সহজতর করার উদ্দেশ্যে পাসপোর্ট অফিস ও ডাক বিভাগের মধ্যে স্মারকলিপি স্বাক্ষরিত হয়েছে।
আফগান সরকারের এমন পদক্ষেপের প্রশংসা করেছেন দেশটির নাগরিকরা।
সামির আহমেদ নামে কাবুলের একজন বাসিন্দা বলেন, “আগে পাসপোর্ট হাতে পেতে আবেদনকারীকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। আশা করি আফগান সরকারের এমন উদ্যোগের ফলে এই সমস্যার সমাধান হবে। নিঃসন্দেহে এটি একটি দুর্দান্ত পদক্ষেপ।”
সূত্র: তোলো নিউজ