শুক্রবার | ৩০ জানুয়ারি | ২০২৬
spot_img

সিরিয়ায় ইরানের কন্স্যুলেটে ইসরাইলের হামলা, দুই কমান্ডারসহ নিহত ৭

সিরিয়ার দামেস্কে ইরানের কন্স্যুলেটে হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। এতে কমান্ডার মোহাম্মদ রেজা জাহেদি, তার ডেপুটি মোহাম্মদ হাদি হাজরিয়াহিমিসহ ৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে প্রথম দু’জন হলেন আইআরজিসি জেনারেল। এই হত্যার প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইরান।

সোমবার উদ্ভূত এ পরিস্থিতি নিয়ে বিবৃতি দিয়েছে আইআরজিসি। এতে বলা হয়, নিহত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি ইরানের অভিজাত কুদস ফোর্সের একজন সিনিয়র কমান্ডার।

সিরিয়ার দামেস্কে মেজেহ অঞ্চলে অবস্থিত ইরানের কন্স্যুলেট। সেখানে দেখা গেছে, পুরো ভবনটি মাটির সঙ্গে মিশে গেছে। ধ্বংসস্তূপের নিচ থেকে শুধু ধোয়া বেরিয়ে আসছে। বাইরে অবস্থান নিয়েছে ইমার্জেন্সি বিভাগের গাড়ি। এই হামলায় ইরানের রাষ্ট্রদূত হোসেন আকবরি আহত হননি।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ