শুক্রবার | ৩১ অক্টোবর | ২০২৫

ভারী বৃষ্টিতে কেনিয়ায় ১৮৮ জনের মৃত্যু

মৌসুমী বৃষ্টির কারণে ভয়াবহ বিপর্যয় দেখা দিয়েছে কেনিয়াসহ পূর্ব আফ্রিকার দেশগুলোতে।

কেনিয়া জানিয়েছে, দেশটিতে বৃষ্টির কারণে সৃষ্ট বিপর্যয়ে এখন পর্যন্ত ১৮৮ জনের মৃত্যু হয়েছে।

বৃষ্টির কারণে অনেক এলাকায় বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। রাস্তাঘাট, সেতু ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতিও হয়েছে অনেক।

এই বিপর্যয়ে কেনিয়ায় ১২৫ জন আহত হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে ৯০ জন। ১ লাখ ৬০ হাজারের বেশি স্থানীয় বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছে।

বুধবার কেনিয়ার বিখ্যাত পর্যন্ত এলাকা মাসাই মারা বণ্যপ্রাণী সংরক্ষণ অঞ্চলের একটি নদী হঠাৎ করে প্লাবিত হলো পর্যটকসহ ১০০ জন হড়কা বানে ভেসে যায়। সেখান থেকে ৯০ জনকে সফলভাবে উদ্ধার করার কথা জানায় কেনিয়া কর্তৃপক্ষ।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img