আমেরিকা ও ন্যাটো বাহিনী আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি ত্যাগ করেছে বলে জানিয়েছে এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা।
তিনি বলেন, মার্কিন ও ন্যাটোর সকল সৈন্য বাগরাম বিমান ঘাঁটি ছেড়ে চলে গেছে।
শুক্রবার (২ জুলাই) বার্তাসংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাতকারে এ কথা বলেন ওই কর্মকর্তা।
আমেরিকান প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, আফগানিস্তান থেকে বিদেশী বাহিনী পুরোপুরি প্রত্যাহার আসন্ন।
তবে আমেরিকা ও ন্যাটোর সৈন্যরা কখন ঘাঁটি ছেড়েছে তা নির্দিষ্ট করে উল্লেখ না করে এই কর্মকর্তা বলেন, জোট বাহিনীর সকল সদস্য বাগরাম থেকে দূরে রয়েছে।
আমেরিকা এবং ন্যাটো বাহিনী আফগানিস্তানে ২০ বছরের উপস্থিতির অবসানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে, ১১ সেপ্টেম্বরের সময়সীমার মধ্যে অবশিষ্ট সৈন্যদের প্রত্যাহারের কথা রয়েছে।
সূত্র: বাসস