রবিবার | ১৪ সেপ্টেম্বর | ২০২৫

জুলাই গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করতে হবে: শাহাজাহান চৌধুরী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দেশের প্রকৃত মালিক হয়েছেন জনগণ। এর আগে দীর্ঘদিন জনগণ দেশের মালিক হতে পারেনি। আন্দোলন চলাকালীন সময়ে শহীদ আবু সাঈদের মতো তরুণ যুবক বুক পেতে গুলিকে বরণ করেছিল বলেই শোষিত জনতার হৃদয়াবেগকে জাগরিত করেছিল। একের পর এক দুই সহস্রাধিক ছাত্র জনতা শাহাদাত বরণ করে। পঙ্গুত্ব বরণ করেছেন অসংখ্য যুবক। তাদের ত্যাগের বিনিময়ে আজ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ।

তিনি বলেন, আজকের এ দিনে শহীদ ফয়সাল শান্ত, শহীদ ওয়াসিম আকরাম, শহীদ ওমর আবছার ও শহীদ ইশমাম সহ শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। ফ্যাসিবাদী সরকার দীর্ঘ ১৫ বছর দেশে অসংখ্য হত্যা ও গণহত্যা করেছে। এ সরকারের অধীনে তাদের বিচার সম্পন্ন না করলে পরবর্তী সময়ে ফ্যাসিবাদ কায়েম হতে পারে। তাই অনতিবিলম্বে জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার সম্পন্ন করার জন্য সরকারের প্রতি আহবান জানাচ্ছি।

মঙ্গলবার (১ জুলাই) বিকেলে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াত আয়োজিত জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদদের মাগফিরাত, আহত ও পঙ্গুত্ববরণকারীদের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথি তিনি আরও বলেন, এ বিপ্লব ছাত্র জনতার বিপ্লব, এ বিপ্লব তৌহিদী জনতার বিপ্লব। ২য় স্বাধীনতার মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ফিরে এসেছে। বিপ্লব পরবর্তী আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান প্রায় সকল শহীদদের কাছে গিয়ে তাদের পরিবারের খোঁজখবর নিয়েছেন। আহতদের খোঁজখবর নিয়েছেন এবং নিয়মিত নিচ্ছেন। জুলাই অভ্যুত্থানের অসংখ্য আহত ও পঙ্গুত্ববরণকারী ছাত্র জনতা এখনো হাসপাতালে শয্যাশায়ী ও চিকিৎসাধীন। তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। সরকারের পক্ষ থেকে তাদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় বরাদ্দ দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানাচ্ছি।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img