বুধবার | ২৯ অক্টোবর | ২০২৫

শান্তি নোবেলের জন্য ট্রাম্পের নাম সুপারিশ করবে কম্বোডিয়া

শান্তিতে নোবেল পুরস্কারের জন্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম সুপারিশ করবে কম্বোডিয়া। থাইল্যান্ডের সঙ্গে সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষ থামাতে ভূমিকা পালনের জন্য এ মনোনয়ন দেবে দেশটি।

শুক্রবার (১ আগস্ট) দেশটির উপপ্রধানমন্ত্রী সান চানথোল এ কথা বলেন।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, ফোনে পাঠানো এক বার্তায় কম্বোডিয়ার এই মনোনয়ন পরিকল্পনার বিষয়টি নিশ্চিত হতে চাইলে চানথোল বলেন, ‘হ্যাঁ’।

এর আগে দেশটির রাজধানী নমপেনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি শান্তি প্রতিষ্ঠার জন্য ট্রাম্পের প্রশংসা করেন এবং বলেন ট্রাম্প নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পাওয়ার যোগ্য।

গত এক দশকের মধ্যে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে গত সপ্তাহে সবচেয়ে বড় সামরিক সংঘর্ষ ট্রাম্প ফোন করে থামানোর চেষ্টা করেন। পরে মালয়েশিয়ার মধ্যস্থতায় সোমবার দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়।

এর আগে জুন মাসে ভারত-পাকিস্তান সংঘর্ষে মধ্যস্থতা করায় ট্রাম্পকে শান্তিতে নোবেল দেওয়ার সুপারিশ করেছিল পাকিস্তান।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img