মঙ্গলবার | ৩০ ডিসেম্বর | ২০২৫
spot_img

ইসরাইলি সেনাদের উপর ফিলিস্তিনি যুবকের গেরিলা হামলা

দখলকৃত পশ্চিম তীরে পরপর দুইটি গাড়ি বোমা হামলায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের তিনজন সেনা আহত হয়েছে। এই আক্রমণকে ‘বীরত্বপূর্ণ’ হিসেবে আখ্যায়িত করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। সেই সঙ্গে হামলাকারীদের ভূয়সি প্রশংসাও জানিয়েছে স্বাধীনতাকামী সংগঠনটি।

শনিবার পশ্চিম তীরের গুশ এটজিওন জংশনের নিকটবর্তী একটি গ্যাস স্টেশনে প্রথম আক্রমনের ঘটনাটি ঘটে।

জানা যায়, স্টেশনের কাছাকাছি একটি গাড়ি বোমা বিস্ফোরণ ঘটায় এক ফিলিস্তিনি। এতে তাৎক্ষণিকভাবে ঘটনা স্থলে এসে উপস্থিত হয় ইসরাইলের নিরাপত্তা বাহিনী। তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে হামলাকারী। এতে দুইজন সৈনিক গুরুতর আহত হয়। যদিও নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে নিহত হয়েছেন ফিলিস্তিনি ব্যাক্তি।

প্রথম হামলার ঠিক ২০ মিনিট পর পশ্চিম হেবরনের কার্মেই তুজুর এলাকায় দ্বিতীয় হামলার ঘটনা ঘটে। এই ঘটনায়, ফিলিস্তিনের এক যুবককে একটি গড়িতে করে অত্র অঞ্চলের প্রবেশদ্বারের দরজায় ধাক্কা দিতে দেখা যায়।

এ সময় স্থানীয় নিরাপত্তা বাহিনীর একজন সদস্য উক্ত ফিলিস্তিনির গাড়িটিতে পেছন থেকে আরেকটি গাড়ি দিয়ে ধাক্কা দেয়। এরপর তাকে গাড়ি থেকে নামানো হয় ও গুলি করা হত্যা করা হয়। এর ঠিক কয়েক সেকেন্ড পরে তার গাড়িটি বিস্ফোরিত হয়। ফলে গুরুতর আহত হয়েছে একজন নিরাপত্তা কর্মী।

সূত্র: জেএনএস

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ